News71.com
 Bangladesh
 26 Nov 19, 08:52 PM
 950           
 0
 26 Nov 19, 08:52 PM

লালমনিরহাটের পাটগ্রামে আ'লীগ সম্মেলনে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা॥

লালমনিরহাটের পাটগ্রামে আ'লীগ সম্মেলনে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা॥

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে ১০ জনের নামসহ অজ্ঞাতনামা ৪/৫শ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পাটগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৩ পুলিশসহ ২০ জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল আলম সভাপতি পদে প্যানেল দেন। দুই প্যানেলের একটি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রুহুল আমিন বাবুলের অনুসারী অপরটি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের অনুসারী। বিকেলে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সম্মেলন স্থলে উপস্থিত হওয়ার আগে সভাপতি পদের দুই গ্রুপের স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে। মুহূর্তে উভয়পক্ষের নেতাকর্মীদের দেশি অস্ত্রের মহড়ায় আতঙ্কিত হয়ে পড়ে পুরো জনপদ। দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানের দিকে ছুটতে থাকে সাধারণ মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন