নিউজ ডেস্কঃ রংপুরে শিবির কর্মী সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান নামে এক ছাত্রলীগের পদধারী নেতাসহ পাঁচজনকে আটক করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা মাসুদুর রহমানের বাসায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বই, ব্যানার, পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে বলে জানানো হয়। এদিকে শিবির সন্দেহে আটক এই পাঁচজনের মধ্যে একজন মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী নেতা। সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। তিনি বলেন, মেহেদী হাসান ছাত্রলীগের পদধারী নেতা। সে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে। কিছুদিন আগে তার বাবা এবং মা মারা যাবার পর টিউশনির কারণে মেহেদী নগরীর দেওডোবার একটি মেসে থাকতেন।