News71.com
 Bangladesh
 27 Jan 20, 05:44 PM
 979           
 0
 27 Jan 20, 05:44 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ ॥ নিহত ১, আহত অর্ধশতাধিক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ ॥ নিহত ১,  আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার পাথর উত্তোলন বন্ধের ঘটনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। ঘটনার পর থেকে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা জানায়, হঠাৎ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। এতে বিপাকে পড়েন সাধারণ শ্রমিকরা। প্রতিবাদে তেঁতুলিয়ার ভজনপুরে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাধে। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের বেশকয়েকটি গাড়িও ভাঙচুর করে এবং ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে বেশকয়কজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে জুমার উদ্দিন নামে একজন মারা যান।  এখনও উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন