News71.com
 Bangladesh
 17 Mar 20, 06:35 PM
 946           
 0
 17 Mar 20, 06:35 PM

রংপুরে বিভাগীয় কমিশনারসহ ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে।।

রংপুরে বিভাগীয় কমিশনারসহ ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে।।

নিউজ ডেস্কঃ রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামসহ রংপুর বিভাগের ৬ জেলায় ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিদেশ ফেরত  ২৩ জনকে। তবে এখন কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ৬ জেলার ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে রংপুরে ৫ জন, নীলফামারীতে ১৬ জন, লালমনিরহাটে ৩ জন, কুড়িগ্রামে ২১ জন, দিনাজপুরে ৩ জন এবং গাইবান্ধায় ১৯ জন রয়েছেন।

তিনি বলেন, রংপুর বিভাগে এ পর্যন্ত যারা কোরেটাইনে আছেন তাদের মধ্যে দিনাজপুরের ২ জনের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়। আইইডিসিআরে পরীক্ষার পরে তাদের মধ্যে কোনো কোভিড-১৯ পাওয়া যায়নি। এছাড়া আর যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে বারবার হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন