News71.com
 Bangladesh
 29 Mar 20, 06:49 PM
 1030           
 0
 29 Mar 20, 06:49 PM

হুইপ ইকবালুর রহিমের নির্দেশনায় দিনাজপুর শহরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে॥

হুইপ ইকবালুর রহিমের নির্দেশনায় দিনাজপুর শহরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে॥

নিউজ ডেস্কঃ দিনাজপুর শহরকে জীবাণুমুক্ত রাখতে ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় করোনাভাইরাস মোকাবিলায় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।এছাড়া এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্য কর্মকর্তাদের ভালো করে চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।রোববার (২৯ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই প্রদান করেন তিনি। এদিকে দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া মহল্লায়, বস্তিগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে তিনি শাবান, মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার সহ অসহায় ও দরিদ্রদের মাঝে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে ঘরে খাবার চালসহ পৌঁছে দিচ্ছেন।দিনাজপুর তথা দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সকলেই ঘরে থাকেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং করছেন। ইনশাল্লাহ খুব শিগগিরই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন