বেরোবি প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছে অসহায় শিক্ষার্থীরা। যারা টিউশনি করিয়ে নিজের পড়ালেখার পাশাপাশি জীবন নির্বাহ করত এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মারুফ ভূঁইয়া। কুড়িগ্রাম সদরসহ রাজারহাট এলাকায় অসহায় বেরোবি শিক্ষার্থীদের এ সহায়তা করেছেন তিনি।
জানা যায়, এই করোনার সময়ে টিউশনি বন্ধ থাকায় বিপাকে পড়েছে তারা। না পারছেন কাউকে কিছু বলতে না পারছেন কারো কাছে হাত পাততে। তাই ছাত্রলীগ নেতা মারুফ ভূঁইয়া কয়েকজন শিক্ষার্থীকে নিজ উদ্দ্যোগে ১০ কেজি চাউল, ১.৫ কেজি ডাল, ১ লিটার তেল লিটার, আলু ২ কেজি, মিষ্টি কুমড়া, আটা ২ কেজি, বুট ১ কেজি , সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি এবং এক কেজি মুড়ি দিয়েছেন।
এ বিষয়ে মারুফ ভূঁইয়া বলেন," আমি আমার সাধ্য মত যতটুকু পেরেছি চেষ্টা করেছি। লকডাউন পরিস্থিতিতে যে কয়েকজন আমার আশেপাশের এলাকায় রয়েছে আমি তাদেরকে এই সামান্য উপহার সামগ্রী পৌছিয়ে দিয়েছি।
সকলকে অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, প্রত্যেক সাবলম্বী যেন অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দেন।