নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে এক পুলিশ কর্মকর্তাকে ভাড়া বাসা ছাড়ার নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। এছাড়া বাসা ছাড়াতে বাধ্য করতে নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে।শনিবার (০২ মে) ঠাকুরগাঁও সদর থানার ওসি (অপারেশন) নাজমুল হক সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।পুলিশের পক্ষ থেকে জানা যায়, গেল জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলা শহরে বাসা ভাড়া নেন পুলিশ কর্মকর্তা নাজমুল হক। এরপর থেকে দুই সন্তান ও স্ত্রীসহ বসবাস করে আসছেন তিনি।করোনাভাইরাস শুরু হলে ঘর ছেড়ে দেয়ার জন্য নানা ভাবে হয়রানি করতে শুরু করে বাড়ির মালিক রতন। ওই বাসায় আরও দুই পুলিশ সদস্য পরিবারসহ ভাড়া থাকতেন। তাদেরকেও নানাভাবে হয়রানি করছে বাড়িওয়ালা।পুলিশ কর্মকর্তা নাজমুল হক জানান, বাসা না ছাড়ার কারণে আমার অনুপস্থিতিতে পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। করোনাভাইরাস থেকে মানুষদের জীবন বাঁচাতে আমরা যখন কাজ করছি, ঠিক তখনি বাড়ি মালিকের এমন আচরণ মনে কষ্টে দেয়।