নিউজ ডেস্কঃ ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলনকে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে পৌরসভার মেয়রকে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চারজনকে আটক করে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় লোকজনের মধ্যে পৌরসভায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এই নিয়ে যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ও নান্নুসহ ১০/১২ জন মিলে মেয়রের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ওই দুই নেতাকে আটক করে। পরে থানায় নিয়ে তাদের বেদম মারধর করে ছেড়ে দেয়। এর জের ধরে সোমবার (১২ মে) বিকেলে উপজেলা চত্বরে পৌরমেয়রকে মারধর করার অপরাধে তাদের সন্ধ্যায় আটক করে পুলিশ। এদিকে পৌরমেয়রকে মারধর করার প্রতিবাদে ও আটকদের শাস্তির দাবিতে উপজেলায় সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী