News71.com
 Bangladesh
 28 May 20, 11:05 AM
 493           
 0
 28 May 20, 11:05 AM

রংপুরে বিষাক্ত মদপানে আরও তিনজনের মৃত্যু॥

রংপুরে বিষাক্ত মদপানে আরও তিনজনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রংপুরে ঈদ উদযাপনে নেশা জাতীয় বিষাক্ত মদপানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বুধবার (২৭ মে) দুপুরে রমেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতরা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নুর ইসলাম (৩০), রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সরোয়ার হোসেন (৩১) ও মোস্তফা কামাল (৩০)। তাদের মধ্যে বুধবার সকালে নুর ইসলাম এবং মঙ্গলবার (২৬ মে) সকালে সরোয়ার ও মোস্তফা কামাল মারা যান। এর আগে গত দুইদিনে পীরগঞ্জ ও মিঠাপুকুরে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পাঁচজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করলেও স্থানীয় সূত্রে ছয়জন মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও আট থেকে দশজন গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন