News71.com
 Bangladesh
 16 Jun 20, 10:53 AM
 1132           
 0
 16 Jun 20, 10:53 AM

কুড়িগ্রামের যুগ্ম জেলা জজ ও এএসপি করোনায় আক্রান্ত॥

কুড়িগ্রামের যুগ্ম জেলা জজ ও এএসপি করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলা জজশীপে কর্মরত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজ মো. তৈয়ব আলী (৪২) এবং নাগেশ্বরী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. লুৎফর রহমান (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে এই দু'জনের ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। তিনি আরও জানান, জেলার ৯ উপজেলার মধ্যে ৮টিতে করোনা শণাক্ত হলেও রাজিবপুরে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি। আর আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪২ জন, উলিপুরে ১৫ জন, ফুলবাড়ীতে ১৫ জন, ভূরুঙ্গামারীতে ০৯ জন, চিলমারীতে ০৯ জন,নাগেশ্বরীতে ০৯ জন, রাজারহাটে ০৪ জন ও রৌমারী উপজেলায় ৩ জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে সোমবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১০৮ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ৪১৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ৬৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ৯২৭ জনের। তারমধ্যে ১০৬ জনের ফলাফল পজেটিভ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন