নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মসজিদের সোলার প্যানেল ও ব্যাটারি চুরির অভিযোগে মাহাবুর রহমান (১৭) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়েছে। এছাড়াও ওই কিশোরকে মাটিতে ফেলে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বাঁশডলা দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে স্থানীয় মাতবর জাফর আলী মুন্সীর বাড়ির আঙ্গিনায় মাহাবুরের উপর মধ্যযুগীয় কায়দায় এই নির্যাতন চালানোর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় সেখানে উপস্থিত হন মাহবুরের মা মালেকা বেগমে। পরে কিশোরকে মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাহাবুর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে ভূরুঙ্গামারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে মাহাবুরের পিতা জসীম উদ্দিন বাদী হয়ে ছয়জনের নাম
সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে কচাকাঁটা থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রাজু আহমেদ ও মাতবর জাফর আলী মুন্সীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কচাকাঁটা থানার ওসি মামুন অর রশীদ।তিনি আরও জানান, গ্রেফতার দুই জনকে বুধবার (২৪ জুন) আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার তদন্ত অব্যাহত আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।