News71.com
 Bangladesh
 06 Jul 20, 09:54 PM
 1292           
 0
 06 Jul 20, 09:54 PM

করোনার মধ্যেই একদিনে সড়ক দুর্ঘটনায় সারাদেশে মৃত্যু ৭ জনের॥

করোনার মধ্যেই একদিনে সড়ক দুর্ঘটনায় সারাদেশে মৃত্যু ৭ জনের॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের ৫ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ অভিযোগ এলাকাবাসীর। অন্যদিকে, ময়মনসিংহে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা-মাসহ আরো ৩ জন।পরিবারের ৫ সদস্যকে হারিয়ে বুকফাটা আর্তনাদ করেন স্বজনরা। সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জের পঁচিশ মাইল এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের ৪ জন। আহত ভ্যান চালকসহ ৩ জনকে হাসপাতালে নেয়া হলে আরো ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কার্ভাডভ্যান প্রাইভেটকার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা-মাসহ আরো ৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন