News71.com
 Bangladesh
 17 Jul 20, 06:37 PM
 1176           
 0
 17 Jul 20, 06:37 PM

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেলে আরোহী নিহত॥

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেলে আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় নওশাদ (৩০) নামে মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের এলিট পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নওশাদ পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বড় কামাত এলাকার জজ মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, নওশাদ মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ময়দানদীঘি এলাকার এলিট পাম্পের সামনে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী নওশাদ।পঞ্চগড় সদর থানার এস আই শাহিনুজ্জামান শাহিন ও বোদা হাইওয়ে থানার পুলিশ সার্জেন একেএম নওশাদ ফরহাদ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন