নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মোবাইল চুরির ঘটনায় দোষী সাব্যস্ত করায় নাঈম ইসলাম (৭) নামে এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর লাশ একটি জঙ্গলের পুকুরে ফেলে পালিয়ে যায় এক কিশোর।শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাপরাজ (১৪) নামে এক কিশোর গ্রেফতার করেছে পুলিশ।এর আগে বিকেলে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী (ডাংহাট) গ্রামে ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের মিলন মিয়ার ছেলে এবং অভিযুক্ত কিশোর একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।মামলার বিবরণীতে জানা যায়, প্রায় ৭ মাস আগে এলাকার একটি মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার কিশোর বাপরাজকে দোষী সাব্যস্ত করে গ্রাম্য শালিসির মাধ্যমে সাজা দেয়া হয়। ওইদিন নিহত শিশুর বাবা ওই কিশোরকে মারধর করে। মোবাইল চুরি না করেও তাকে শালিসে মারধর করায় ওই পরিবারের ক্ষতি করায় চেষ্টায় থাকে।