News71.com
 Bangladesh
 19 Jul 20, 10:36 AM
 1111           
 0
 19 Jul 20, 10:36 AM

ঠাকুরগাঁ’র কুলিক নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন সেনা সদস্য॥

ঠাকুরগাঁ’র কুলিক নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন সেনা সদস্য॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বেলাল পারভেজ আশিক (২২) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা অমর স্কুল সংলগ্ন কুলিক নদী হতে তার লাশ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিস। নিহত বেলাল পারভেজ আশিক রানীশংকৈল উপজেলার দক্ষিণ বাঁশবাড়ি ভাণ্ডারা গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফা কামালের ছেলে। তিনি কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফিরে তার বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামেন। পুলিশ জানান,শনিবার সকালে আশিক তার বন্ধু মিলে লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামে কুলিক নদীতে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে নদী পার হওয়ার প্রতিযোগিতা করে। নদী পার হওয়ার সময় পানির স্রোতে হারিয়ে যায় আশিক। তাৎক্ষনিকভাবে তার বন্ধুরা খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দীর্ঘ সময় তল্লাসী চালিয়ে নদীর তলদেশ থেকে আশিক রানার মৃতদেহ উদ্বার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন