News71.com
 Bangladesh
 09 Aug 20, 08:12 PM
 883           
 0
 09 Aug 20, 08:12 PM

দিনাজপুরে নৌপথে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহের যাত্রা শুরু॥

দিনাজপুরে নৌপথে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহের যাত্রা শুরু॥

নিউজ ডেস্কঃ আড়াইশ বছরের পুরানো ঐতিহ্য ও রাজপরিবারের প্রথা অনুযায়ী ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো ভক্তের পূজা অর্চনায় দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে শহরের রাজবাটীর উদ্দেশে রওয়ানা দিয়েছে।রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়ির উদ্দেশে যাত্রার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। এসময় রাজ দেবোত্তর এজেন্ট রনজিৎ কুমার, স্বরূপ বকসি বাচ্চু, শ্যামল কুমার ঘোষ সঙ্গে ছিলেন।তবে এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানাসহ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভক্তবৃন্দের প্রতি জনসমাগম না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কান্তজিউ যাত্রা পথে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন