News71.com
 Bangladesh
 13 Aug 20, 11:05 AM
 1000           
 0
 13 Aug 20, 11:05 AM

নীলফামারীর ডোমারে পুকুরে পাওয়া গেলো ৪ জনের লাশ॥

নীলফামারীর ডোমারে পুকুরে পাওয়া গেলো ৪ জনের লাশ॥

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলায় পুকুর হতে পৃথক ঘটনায় চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার চিলাহাটির প্রগতি পড়া এলাকায় একটি পুকুর হতে সাত মাস বয়সের শিশু ইসরাত জাহান ও তার মানসিক ভারসাম্যহীন মা আলেফ নুরার (৩২) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।দুপুরে নানা বাড়ির পাশে পুকুর হতে সাইমা ইসলাম (৫) ও সুমান আক্তার (৬) নামের দুই খালাতো বোনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। কোন অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেন।জানা গেছে, সকালে শিশু ইসরাত জাহান বাড়ীর বাইরে গেলে মা আলেফ নুরাও ঘর হতে বের হয়। কিন্তু বাইরে এসে বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায়, তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন