News71.com
 Bangladesh
 22 Aug 20, 11:17 AM
 1084           
 0
 22 Aug 20, 11:17 AM

কুড়িগ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু॥

কুড়িগ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী আনায়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মধ্যরাতেই স্বামী নজির হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আনায়ারা একই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে। পুলিশ ও কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হাসেন মণ্ডল বাংলানিউজকে জানান, শুক্রবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী নজির ঘরে থাকা দা দিয়ে স্ত্রী আনোয়ারার ঘাড়ে কোপ মারলেন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা নজিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা। তবে অভিযুক্ত নজিরকে রাতেই আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন