News71.com
 Bangladesh
 05 Sep 20, 09:56 PM
 1078           
 0
 05 Sep 20, 09:56 PM

দিনাজপুরে ইউএনও’র ওপর হামলায় অভিযুক্ত আসাদুলকে থানায় হস্তান্তর করল র্যাব॥

দিনাজপুরে ইউএনও’র ওপর হামলায় অভিযুক্ত আসাদুলকে থানায় হস্তান্তর করল র্যাব॥

নিউজ ডেস্কঃ ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে।শনিবার (৫ সেপ্টম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর অধিনায়ক রেজা আহম্মেদ ফেরদৌস।তিনি আরো জানান, এ ঘটনায় শুক্রবার রাতে দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে প্রধান আসামি অসুস্থ থাকায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়। পরে সুস্থবোধ করায় তাকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়।তিনি আরো জানান, বিকেলে তার শারীরিক সুস্থ বোধ করায় ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য র‍্যাব-১৩ একটি টিম তাকে নিয়ে রওনা হন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে সকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে মামলার দ্বিতীয় আসামি উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু চন্দ্র দাসকে (২৮) ঘোড়াঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-১৩। পরে আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন