নিউজ ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাটে একটি হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানা সংলগ্ন মসজিদের বারান্দা নির্মাণ কাজে চাঁদা দাবি করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল। থানায় অভিযোগ করা হয়েছে চাঁদা দাবি করা ২ লাখ টাকা না পেয়ে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির লোকজনকে মারপিট ও করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গতকাল রবিবার রাতে সেই আলোচিত আওয়ামী লীগ নেতা ময়নুল মাস্টারকে গ্রেফতার করছে পুলিশ। তিনি উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত অন্যরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়সাল হোসেনসহ ৬-৭ জন। এই চাঁদা দাবির মামলায় প্রথমে গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইরফানুল হক জুয়েল (৩৫)। তিনি দেওগ্রাম পশ্চিম পাড়ার সামছুল হকের ছেলে।
থানা সূত্র আরও জানায়, ২০২০ সালেই আওয়ামী লীগ নেতা ময়নুল মাস্টারের বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় ককেন পাচার (মাদক) ৫টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তার সঙ্গীও অভিযুক্তদের বিরুদ্ধেও থানায় মামলা আছে। ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, এ মামলায় প্রথমে ১ জনকে এবং গত রবিবার দিবাগত রাতে বহুল আলোচিত ৯ মামলার আসামি আওয়ামী লীগ নেতা ময়নুল মাস্টারকে হাকিমপুর (হিলি) থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।