News71.com
 Bangladesh
 13 Nov 20, 11:11 PM
 926           
 0
 13 Nov 20, 11:11 PM

রংপুর কারমাইকেল কলেজের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন॥

রংপুর কারমাইকেল কলেজের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন॥

 

নিউজ ডেস্কঃ উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রংপুর কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা বসেছিল কলেজের বাংলা মঞ্চে। হৃদয়ের টানে ফিরে আসি বার বার’ শ্লোগানকে বুকে ধারণ করে করোনাকালে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার দিনভর উদযাপন করা হয় এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী। মেধাবীদের পৃষ্ঠপোষকতা দিয়ে জনসম্পদে পরিণত করে দেশের উন্নয়নে কাজে লাগানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। শুক্রবার কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনভর কর্মসূচির উদ্বোধন করেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল। এরপর একটি আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কারমাইকেল কলেজের ১০৪ বছর উপলক্ষ্যে বাংলামঞ্চে একটি কেক কাটা হয়। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি রংপুর আঞ্চলিক কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, শহিদুল ইসলাম খুররম, প্রাক্তন শিক্ষার্থী একেএম দৌলত আকবর, মেরিনা লাভলী, আব্দুর রাজ্জাক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন