News71.com
 Bangladesh
 23 Nov 20, 01:59 PM
 941           
 0
 23 Nov 20, 01:59 PM

দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন আর নেই।।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন আর নেই।।

 

নিউজ ডেস্কঃ নীলফামারীর দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আহমেদ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  রোববার (২২ নভেম্বর) দিনগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নীলফামারীর জলঢাকা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মরহুমের প্রথম জানাজা সোমবার (২৩ নভেম্বর) বাদ জোহর জলঢাকা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ আসর কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অধ্যাপক আহমেদ হোসেনের বাড়ি জলঢাকা উপজেলার পৌর শহরের কাজিরহাট তিনকদম এলাকায়।  ১৯৭৩ সালে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন। ১৯৭৫ সালে জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচএসসি, ১৯৭৯ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় অনার্স লাভ করে ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বাংলায় এমএ পাস করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন