News71.com
 Bangladesh
 23 Nov 20, 09:54 PM
 1004           
 0
 23 Nov 20, 09:54 PM

রংপুরে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার।।

রংপুরে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ রংপুরে ইয়াবাসহ এএসআই মনিরুজ্জামানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর স্টেশন রোডের ঠিকাদারপাড়ার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৩ হাজার ১৯৮টি ইয়াবা, পুলিশের আইডি কার্ড, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইলফোন, এক বোতল ফেনসিডিল, ৫টি চেক বই ও প্রাইজবন্ড উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের নেতৃত্বে অভিযান চালিয়ে কুড়িগ্রামের পুলিশ লাইনে ক্লোজড এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। তার হেফাজত থেকে ইয়াবাসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। অপরাধের ধরণ ও মাত্রা ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বহির্ভুত হওয়ায় এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে মাদকদ্রব্যসহ ধরাপড়ায় সাময়িক বরখাস্ত করে কুড়িগ্রাম পুলিশ লাইনে রাখা হয়েছিল এই এএসআইকে। তার পর থেকে এএসআই মনিরুজ্জামান পরিবার নিয়ে রংপুর নগরীর ওই বাড়িতে ভাড়া থাকতো এবং সেখানে মাদক ব্যবসা করে আসছিল। বাড়িটি রংপুরের কুখ্যাত মাদক সম্রাট হিজরা মিলনের মালিকানাধীন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন