নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে হারিয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক। তিনি ৯ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নারিকেল মার্কায় একরামুল হক ভোট পেয়েছে ৯ হাজার ১৩৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট। রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন জানান, জয়নাল আবেদীন জগ মার্কার ৯৯১, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার তৈয়ব আলী ৫২২, ধানের শীষের রেজাউল করিম (রাজা) ২ হাজার ৭১৪ ও হাত পাখা মার্কার হাফিজুর রহমান ১৪৩ ভোট পেয়েছেন।