News71.com
 Bangladesh
 02 Jan 21, 08:10 PM
 940           
 0
 02 Jan 21, 08:10 PM

রংপুরে ৯ মাস পর করোনা শনাক্তের হার শূন্যের কোঠায়

রংপুরে ৯ মাস পর করোনা শনাক্তের হার শূন্যের কোঠায়

নিউজ ডেস্কঃ  দীর্ঘ ৯ মাস পর রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। আজ শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭ জনের দেহে নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। রমেক অধ্যক্ষ মনে করছেন মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হওয়ায় করোনার প্রকোপ কমেছে। রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে মার্চে এ দেশে করোনা শনাক্তের পর ৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এই ল্যাবে প্রতিদিন ১৮৮ জনের পরীক্ষা করা যায়। গত এপ্রিল থেকে এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষের দেহে করোনা পরীক্ষা করা হয়েছে।

 

এর মধ্যে প্রায় ৭ হাজারের মত মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। রংপুর জেলায় এ পর্যন্ত প্রায় ৭০ জন মারা গেছেন।  রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু গত দু’সপ্তাহ থেকে রংপুরে করোনা সংক্রমণের হার কমতে শুরু করার কারণ হিসেবে মনে করেন এখানকার মানুষের মাঝে ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টি হয়েছে। মাস্ক ব্যবহার বেড়েছে। অধিকাংশ মানুষই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে। এ কারণে করোনা আক্রান্তের হার শনিবার শূন্যের কোঠায় নেমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন