নিউজ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের ছয়টি ঘর। আসবাবপত্র সড়াতে গিয়ে আরফিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের কৃষক আমিনুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ আরফিনা তার পুত্রবধূ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ কৃষক আমিনুরের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ৪০ মিনিটের অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন থেকে ঘরে আসবাবপত্র সড়াতে গিয়ে গৃহবধূ আরফিনার বাম হাত পুড়ে যায়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।