নিউজ ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জে কাভার্ডভ্যান ও লাকড়িবাহী পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন ও পার্বতীপুরে ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে, জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাচপীর এলাকায় এবং একই দিন রাত সাড়ে ৮টায় জেলার পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী ডাঙ্গাপাড়ায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সুদেল ইসলাম (২২) ও নুর আলম (১৮)। নিহত ২ জন পাওয়ার টিলারের চালক ও হেলপার ছিলেন। অপরদিকে পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের উজ্জ্বল সরকারের ছেলে ইব্রাহিম হোসেন (১১)। ইব্রাহিম নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।