News71.com
 Bangladesh
 04 Mar 21, 06:37 PM
 819           
 0
 04 Mar 21, 06:37 PM

শিক্ষা মন্ত্রীর আস্কারায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।। বেরোবি ভিসি

শিক্ষা মন্ত্রীর আস্কারায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।। বেরোবি ভিসি

 

নিউজ ডেস্কঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ দাবি করেছেন, সাবেক উপাচার্য একেএম নূর-উন-নবীকে বাঁচাতেই শিক্ষামন্ত্রী দীপু মনির পরামর্শে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দিয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

 

তিনি বলেন, এ পুরো পরিস্থিতিটা শিক্ষামন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়, আস্কারায় এ অবস্থায় এসেছে। ইউজিসি তদন্ত কমিটি তারা মূলত কেএম নূর-উন-নবীর দায়, তাদেরকে নিরাপত্তা দেয়ার চিন্তা থেকে এ কাজটা করেছে এবং আর উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা আমরা এখানে লক্ষ্য করেছি। নিজেকে কাজ পাগল মানুষ বলে দাবি করে উপাচার্য কলিমউল্লাহ বলেন, দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে ২৪ ঘণ্টাই তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করেন। শিক্ষামন্ত্রীর আশ্রয়-প্রশ্রয় ও আস্কারায় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন