News71.com
 Bangladesh
 15 Apr 21, 09:38 PM
 778           
 0
 15 Apr 21, 09:38 PM

লালমনিরহাটে লকডাউন বাস্তবায়নে ৬৫ পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা।।

লালমনিরহাটে লকডাউন বাস্তবায়নে ৬৫ পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ও নির্দেশ অমান্য করে বেলা ৩ টার পর দোকান খোলা রাখার দায়ে ৬৫ ব্যবসায়ী ও পথচারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলার আদিতমারি, কালিগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারগনের ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন মাঠে রয়েছে। এক্ষেত্রে প্রশাসন সকল দোকানপাট বন্ধে সময়সীমা নির্ধারণ করেছেন। দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করেছি। যারা প্রশাসনের বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে। প্রতিদিনই নিবার্হী ম্যাজিস্ট্রেটগণ জনসচেতনতায় কাজ করছে। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা ও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন