News71.com
 Bangladesh
 30 Jun 21, 06:25 PM
 657           
 0
 30 Jun 21, 06:25 PM

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ৯॥ নতুন শনাক্ত ৪৭৩

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ৯॥ নতুন শনাক্ত ৪৭৩

নিউজ ডেস্কঃ রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। বুধবার (৩০ জুন) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এতথ্য জানান।বিভাগের দিনাজপুর জেলায় ৩, রংপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ২ ও গাইবান্ধায় ১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তদের মধ্যে দিনাজপুর জেলার ১৩৬, ঠাকুরগাঁওয়ে ৮৯, রংপুরে ৮২, লালমনিরহাটে ৩৯, গাইবান্ধায় ৩৯, কুড়িগ্রামে ৩৮, নীলফামারীতে ২৮ ও পঞ্চগড়ে ২২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৩ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) বিভাগের আট জেলার ১ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে বিভাগের দিনাজপুরের হিলি ও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ১০ জন দেশে ফিরেছেন। করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৫৪ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ হাজার ৯৮০ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫১৯ জন। এর মধ্যে দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে ৮ হাজার ৪৬৪ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৮৫ জন। রংপুরে ৫ হাজার ৯৫৩ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১১৪ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ২৭৬ জন আক্রান্ত ও ৮৫ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ১১৭ জন আক্রান্ত ও ২৪ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন