News71.com
 Bangladesh
 17 Jul 21, 08:10 PM
 817           
 0
 17 Jul 21, 08:10 PM

লালমনিরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু ॥

লালমনিরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে জেলার হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- হাতীবান্ধার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখসুন্দর এলাকার জমসের আলীর ছেলে আবু হানিফ (৩৮) ও কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার হানিফ মিয়ার ছেলে আমিনুর রহমান (১৮)।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর জানান, নিজ শেখসুন্দর গ্রামে বাড়ির পাশের জমিতে বৃষ্টির মধ্যে আমন ধানের চারা রোপণ করছিলেন আবু হানিফসহ চারজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয় এবং আহত হন রমজান আলী ও সুরমানসহ তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় দলগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন যুবক আমিনুর। এ সময় বৃষ্টির শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন