News71.com
 Bangladesh
 18 Jul 21, 06:32 PM
 800           
 0
 18 Jul 21, 06:32 PM

রংপুরের মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৫॥

রংপুরের মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৫॥

নিউজ ডেস্কঃ রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের পরিচয় জানা যায়নি। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বলদিপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফি পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসময় আহত হন দুই বাসের অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

এদিকে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বাসের সংঘর্ষে একটি মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন