নিউজ ডেস্কঃ ভারত সরকারের উপহার হিসেবে প্রাপ্ত ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বেসিক লাইফ সাপোর্ট সংযুক্ত ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। এম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির একটি অংশ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে তার বাংলাদেশ সফরের সময় এ অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা করেছিলেন।
করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে পিপিই কিট, টেস্টিং কিট, ভ্যাকসিন সরবরাহ এবং সক্ষমতা বাড়ানোসহ বিভিন্নভাবে সহায়তা করেছে ভারত। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের উন্নতি সাধনে ভারত তার সামর্থ্যের সীমার মধ্যে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকালে হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজমুল ইসলাম ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস চিকিৎসকসহ অন্যান্য অতিথিরা।