News71.com
 Bangladesh
 20 Dec 21, 06:30 PM
 706           
 0
 20 Dec 21, 06:30 PM

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন॥

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন॥

নিউজ ডেস্কঃ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) ৩য় তলার ৭ নম্বর ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় সেখানে কোনো হতাহতের ঘটেনি।সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট এসে সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানান যায়নি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক সালেহ উদ্দীন উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় সেখানে কোনো হতাহতের ঘটেনি। রোগীরা নিরাপদে সরে গিয়েছিলেন। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী সামান্য আহত হয়েছেন। আগুনের সূত্রপাত বিষয়ে তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে এখনো তা জানা সম্ভব হয়নি। তদন্ত কমিটি করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির বিষয়েও এখনো জানা যায়নি বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন