News71.com
 Bangladesh
 12 Feb 22, 11:36 AM
 516           
 0
 12 Feb 22, 11:36 AM

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে॥ নিহত ২

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে॥ নিহত ২

নিউজ ডেস্কঃ দিনাজপুরের চিরিরবন্দরে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় প্রায় ১২ জনকে উদ্ধার করে তাদের মধ্যে সাতজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন