News71.com
 Bangladesh
 03 Mar 22, 07:34 PM
 403           
 0
 03 Mar 22, 07:34 PM

দেশের বাজারে আমদানি-সরবরাহ কম॥ হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

দেশের বাজারে আমদানি-সরবরাহ কম॥ হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্কঃ দিনাজপুরে কমতে শুরু করেছে দেশীয় পেঁয়াজের সরবরাহ। হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দাম বেড়েছে সব ধরনের পেঁয়াজের। বৃহস্পতিবার (০৩ মার্চ) হিলির বাজারে জাত ভেদে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩-৫ টাকা পর্যন্ত বাড়তে দেখা গেছে। শুধু খুচরা বাজারেই নয়, দাম বেড়েছে পাইকারি বাজারেও। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েই বিপাকে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের আমদানি কম ও ভারতীয় মোকামে দাম বাড়ছে। যে কারণে হিলিতেও পেঁয়াজের দাম বাড়ছে।

ব্যবসায়ীরা জানান, এমনিতেই দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। গত কয়েক দিন ধরে ভারত থেকেও পেঁয়াজ আমদানি কম হচ্ছে। শেষ দিকের বৃষ্টির কারণে ভারতের মোকামেই দাম বেড়ে গেছে। বুধবারের (০২ মার্চ) থেকে বৃহস্পতিবার প্রতি টনে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা বেশিতে পেঁয়াজ কিনতে হচ্ছে। গতকাল ০২ মার্চ নাসিক জাতের পেঁয়াজ ৩২ টাকা আর ইন্দোর জাতের ২৭-২৮ টাকা বিক্রি হয়েছে। পরদিনই দাম বেড়ে নাসিক বিক্রি হচ্ছে ৩৬ টাকা আর ইন্দো ৩২-৩৩ টাকায়। ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কেনায় হিলিতেও তার প্রভাব পড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন