News71.com
 Bangladesh
 15 Apr 22, 12:27 AM
 585           
 0
 15 Apr 22, 12:27 AM

২ বছর পর বুড়িমারী দিয়ে যাত্রী পারাপার শুরু॥

২ বছর পর বুড়িমারী দিয়ে যাত্রী পারাপার শুরু॥

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ থাকার পর লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন । জানা গেছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ রোধে প্রায় দু’বছর আগে ভারত ও বাংলাদেশ দু’দেশের যৌথ সিদ্ধান্তে লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়। পরে চলতি বছরে বাংলাদেশ সরকারি বিধিনিষেধ তুলে নিয়ে ইমিগ্রেশন চালু করে।

কিন্তু ভারত সরকার পেট্রোপোল চালু রাখলেও চ্যাংরাবান্ধা বন্ধই রাখে। অবশেষে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ চিঠি পাঠিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিকের খবর নিশ্চিত করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশকে। ফলে দু’বছর পর ফের শুরু হলো বুড়িমারী চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার। বুড়িমারী স্থলবন্দর হয়ে রোগী ছাড়াও পর্যটক ও শিক্ষার্থীরা বেশি যাতায়ত করেন। ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশ চার দেশের মানুষের পদচারনায় মুখর হয়ে উঠতে শুরু করেছে এ স্থলবন্দর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন