নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁয়ের নগদ অর্থসহ রুপা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নগদ ও অর্থ রুপা উদ্ধারসহ একজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার পর জেলার রানীশংকৈল উপজেলা হতে ঢাকাগামী রুপা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসলে শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাসের যাত্রী মিজানুর রহমানের (৩৩) কাছে থাকা ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা ও ৮ লাখ ১৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে মিজানুরকে আটক করে পুলিশ। আটককৃত মিজানুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল এলাকার মহিবুর রহমানের ছেলে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম নগদ অর্থ ও রুপা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অর্থ ও রুপা কোথা থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।