নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোলোয়ার হোসেন সাইদী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (২৪ মে) বিকেলে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আসিফ-উদ-দ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৩ মে) রাতে গোবিন্দগঞ্জের নরেঙ্গাবাদ মেরী গ্রাম থেকে দোলোয়ারকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে। আসিফ-উদ-দ্দৌলা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে ৮৭৫ পিস ইয়াবাসহ দোলোয়ারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে তিনি মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। দোলোয়ারকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।