News71.com
 Bangladesh
 24 May 22, 10:59 PM
 729           
 0
 24 May 22, 10:59 PM

গোবিন্দগঞ্জে ৮৭৫ পিস ইয়াবাসহ যুবক আটক।।

গোবিন্দগঞ্জে ৮৭৫ পিস ইয়াবাসহ যুবক আটক।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোলোয়ার হোসেন সাইদী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (২৪ মে) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আসিফ-উদ-দ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৩ মে) রাতে গোবিন্দগঞ্জের নরেঙ্গাবাদ মেরী গ্রাম থেকে দোলোয়ারকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে। আসিফ-উদ-দ্দৌলা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে ৮৭৫ পিস ইয়াবাসহ দোলোয়ারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে তিনি মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। দোলোয়ারকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন