নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে মুষলধারে বৃষ্টি আর উজানের ঢলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। গত ৪৮ ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ নিচু এলাকা।সোমবার (৬ জুন) গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
রৌমারী উপজেলার চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গত দু’দিন যাবত থেমে থেমে বৃষ্টিপাতে স্কুলের মাঠ তলিয়ে গেছে। ফলে হাটু পানি ভেঙে ক্লাশে যেতে হচ্ছে। সেই সঙ্গে মাঠ পানিতে ডুবে থাকায় বন্ধ হয়ে গেছে খেলাধুলাও। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে ভারি বৃষ্টি হলেই ডুবে যায়, ফলে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়। রাজিবপুর উপজেলার গণমাধ্যম কর্মী আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা সদরের রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টির মাঠ নিচু হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে ডুবে যায়। বিদ্যালয়টির মাঠে হাঁটু পানি জমে থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়।