News71.com
 Bangladesh
 07 Jun 22, 11:47 AM
 1326           
 0
 07 Jun 22, 11:47 AM

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্কঃ  দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।  সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রহিম (৪০)। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় লাইসা নামে ২ বছর বয়সী একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ৩০ যাত্রীদের মধ্যে ২১ জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮৯) পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে ব্যাঙকালী নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি ব্রিজের র‌্যালিংয়ে গিয়ে আটকে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে দিনাজপুর এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন