নিউজ ডেস্কঃ বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বিশেষ অভিযানে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত প্রায় ২২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুন) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রোলার মেশিনের দ্বারা এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের আওতাধীন ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত চোরাচালান হয়ে আসার সময় বিজিবির হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হয়। যার মধ্যে ১ হাজার ৬০৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০০টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ওষুধ ও ১ হাজার ১৭ বোতল মদ, ৯৯৫ টি বিভিন্ন প্রকারের ভারতীয় অবৈধ ইনজেকশন রয়েছে। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। পরে সোমবার আনুষ্ঠানিকভাবে এসব জব্দ করা মাদক ধ্বংস করা হয়।