নিউজ ডেস্কঃ চলছে আষাঢ় মাসের ৭তারিখ। গত কয়েকদিন ধরে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে লাগাতার থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে চরম বিপাকে পড়েছেন এই জনপদের সর্বস্তরের মানুষ। এদিকে আবহাওয়া অফিস বলছে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৫ মিলিমিটার। যা এখন পর্যন্ত এ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি মুষলধারেও বৃষ্টি পড়ছে। তবে জেলায় রাতের আবহাওয়া বজ্রবৃষ্টিসহ ভয়ংকর রূপ নিতে দেখা গেছে। সেই সঙ্গে বাড়ছে নদীর পানিও। তেঁতুলিয়া সদর ইউনিয়নের বাসিন্দা আতিকুজ্জামান বলেন, আষাঢ়ের বৃষ্টিতে গত কয়েকদিন ধরে ঠিক মতো কোন কাজ করা যাচ্ছে না।
কালান্দিগঞ্জ এলাকার রহিম মিয়া বলেন, এবার অনেক বাদাম করেছি। কিন্তু বৃষ্টির কারণে সব বাদাম প্রায় পঁচে যাওয়ার অবস্থা। একটু ঠিক মতো রোদ পেলে আমাদের লোকসানের মুখ দেখতে হবে না। অপরদিকে একই কথা জানান অন্যান্য ফসল চাষীরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, সোমবার (২০ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ জুন) সকাল ৬টা পর্যযন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৩ মিলিমটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।