নিউজ ডেস্কঃ ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে গেছে নিলামে বিক্রিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাউয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন। এতে একদিকে হুমকির মুখে পড়েছে শিক্ষা কার্যক্রম। অপরদিকে সর্বশান্ত হয়ে গেছে নিলামে ওই বিদ্যালয় ভবন কিনে নেওয়া জোবেদা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া দুশ্চিন্তা দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে।
রোববার (৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুর রহমান বলেন, বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমিই চলে গেছে নদীর বুকে। বর্তমানে বিদ্যালয়ে পাঠদানের কোনো ভবন নেই। এতে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা। তিনি আরও বলেন, পাশেই নিজের আরেকটি জমিতে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদানের পরিকল্পনা করা হলেও টিনসেড কিংবা অবকাঠামো নির্মাণের মতো অর্থ আমাদের হাতে নেই। সরকারি সহযোগিতা না পেলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধের আশঙ্কা করছি। জোবেদা ট্রেডার্সের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম জানান, গত ২৬ জুন আড়াই লাখ টাকায় ভবনটি নিলামে কেনেন তিনি।