News71.com
 Bangladesh
 16 Jul 22, 06:09 PM
 1501           
 0
 16 Jul 22, 06:09 PM

গাইবান্ধায় দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন।।

গাইবান্ধায় দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ। শনিবার (১৬ জুলাই) দুপুরে বাদিয়াখালী রেল স্টেশনে এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. কুশলাশিষ চক্রবর্তী, মানবাধিকার সংরক্ষণ পরিষদের জেলা সভাপতি কাজী আব্দুল খালেক, সদর উপজেলা আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, জাহাঙ্গীর কবির, হোসাইন আহমেদ, আনার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মানবাধিকার কর্মী আমেনা সুলতানা, অঞ্জলী রাণী দেবী, জেলা রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস প্রমুখ। বক্তারা গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন