News71.com
 Bangladesh
 25 Jul 22, 10:35 AM
 1338           
 0
 25 Jul 22, 10:35 AM

রায়পুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২৭ ব্যবসায়ীকে জরিমানা।।

রায়পুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২৭ ব্যবসায়ীকে জরিমানা।।

নিউজ ডেস্কঃ  বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় লক্ষ্মীপুরের রায়পুরে ২৭ জনকে পাঁচ হাজার তিনশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট অনজন দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।ইউএনও অনজন দাশ জানান, উপজেলায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় রায়পুর বাজার, বাসাবাড়ি বাজার ও রাখালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পৃথক মামলায় ২৭ জনকে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন