
নিউজ ডেস্কঃ সিলেটে গাড়ি মেরামতের দোকানে অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ ১৩টি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া ২টি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের দোকান ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, স্থানীয়রা আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসীও আগুন নেভাতে সহায়তা করে। রাত তিনটা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এসময় দোকানটিতে থাকা ১০টি গাড়ি পুড়ে গেছে। আগুনে ওই দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এর পাশাপাশি আশপাশের আরও ২টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।