নিউজ ডেস্কঃ সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বুধবার রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের সিঙ্গাট। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।