নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলার জয়নাল আবেদীন কলেজের তৎকালীন ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপুল হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান,থানার তৎকালীন ওসিসহ ৭ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশের আদালতে মামলার রায়পূর্ব শুনানীতে উপস্থিত হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেন। আগামী ৩১ আগস্ট মামলার রায় হবে। জেল হাজতে প্রেরিত আসামিরা হলেন,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,তাহিরপুর থানার তৎকালিন ওসি শরিফ উদ্দিন,তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্বল, শাহীন মিয়া, শাহজান মিয়া ও রফিকুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়,২০০২ সালের ২০শে মার্চ ছাত্রলীগ নেতা ওয়াহিদ্দুজামান শিপলু হত্যাকাণ্ড সংগঠিত হয়। এ ঘটনায় আসামিদের দায়ী করে হত্যার তিনদিন পর শিপলুর মা আমিরুন নেছা সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করনে। মামলার পরে (ওসি) শরিফ উদ্দিনসহ কয়েকজন আসামি কিছু দিন জেলে থাকার পর জামিনে বের হয়ে আসেন। আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলসহ দীর্ঘ শুনানী শেষে আজ রবিবার মামলার রায়পূর্ব শুনানীর দিন ধার্য্য ছিল।
আদালতের নির্দেশে আসামিরা মামলার শুনানীতে উপস্থিত হন। পরে সাত আসামির সবাইকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন ও অ্যাডভোকেট জহুর আলী। আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জর চৌধুরী ও অ্যাডভোকেট ফারুক আহমদ। সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবীর রোমেন বলেন,আজ আলোচিত শিপলু হত্যা মামলার রায়পূর্ব আর্গুমেন্ট ছিল। আদালত শুনানী শেষে সকল আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।