নিউজ ডেস্ক : সুনামগঞ্জে সদর উপজেলায় জুনেদ আহমদ (৪০) নামে এক কৃষক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে মাইজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনেদ আহমদ ওই এলাকার আছদ্দর আলীর ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জুনেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিল গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন মাইজবাড়ি এলাকার আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।